সচরাচর জিজ্ঞাসা:
  • প্রশ্ন-১। শেখ রাসেল অনলাইন কুইজ ২০২৩ এ অংশগ্রহণের জন্য লগইন করতে হবে কি?
    উত্তরঃ হ্যাঁ। আপনি যে গ্রুপে নিবন্ধন করেছেন, যেমন:
    গ্রুপ ক: ০২ অক্টোবর ২০২৩, সন্ধ্যা ৭টা থেকে ৮টার মধ্যে যে কোনো ১০ মিনিট এবং গ্রুপ খ: ০৩ অক্টোবর ২০২৩, সন্ধ্যা ৭টা থেকে ৮টার মধ্যে যে কোনো ১০ মিনিট সময়ের জন্য লগইন করে কুইজে অংশগ্রহণ করতে হবে।
  • প্রশ্ন-২। শেখ রাসেল অনলাইন কুইজ ২০২৩ এ অংশগ্রহণ করতে হলে প্রোফাইল সম্পাদন (আপডেট) করতে হবে?
    উত্তরঃ হ্যাঁ। কুইজে অংশগ্রহণ করতে হলে আবশ্যিকভাবে কুইজ শুরু হওয়ার পূর্বে আপনাকে প্রোফাইল সম্পাদন করতে হবে। অন্যথায় কুইজে অংশগ্রহণ করতে পারবেন না।
  • প্রশ্ন-৩। শেখ রাসেল অনলাইন কুইজ প্রতিযোগিতা ২০২৩ কিভাবে শুরু করতে হবে?
    উত্তরঃ লগইন করার পর ‘কুইজ শুরু করুন’ বাটনে ক্লিক করে কুইজ শুরু করতে পারবেন।
  • প্রশ্ন-৪। শেখ রাসেল অনলাইন কুইজ কিভাবে শেষ করবো?
    উত্তরঃ কুইজ-এর জন্য নির্ধারিত সময় অতিবাহিত হলে স্বয়ংক্রিয়ভাবে কুইজ শেষ হবে অথবা আপনি চাইলে ‘সাবমিট করুন’ বাটনে ক্লিক করে শেষ করতে পারবেন।
  • প্রশ্ন-৫। শেখ রাসেল অনলাইন কুইজ প্রতিযোগিতা ২০২৩ এ পুনরায় অংশগ্রহণ করতে পারবো কিনা?
    উত্তরঃ না। আপনি একবার কুইজে অংশগ্রহণ করার পর পুনরায় অংশগ্রহণ করতে পারবেন না।
  • প্রশ্ন-৬। কুইজে অংশগ্রহণের পূর্বে করণীয় বিষয় কী?
    উত্তরঃ
    ক। ইন্টারনেট সংযোগ এবং ডিভাইস (মোবাইল/ল্যাপটপ/কম্পিউটার/ট্যাব) সঠিকভাবে কাজ করছে কিনা চেক করে নিন। প্রয়োজনে বিকল্প ডিভাইস ও ইন্টারনেট সংযোগ এর ব্যবস্থা রাখুন।
    খ। কুইজ প্ল্যাটফর্মে (https://quiz.sheikhrussel.gov.bd) সঠিকভাবে লগইন করতে পারছেন কিনা যাচাই করে নিন।
    গ। প্রোফাইল আপডেট সম্পন্ন করেছেন কিনা নিশ্চিত হয়ে নিন।
  • প্রশ্ন-৭। কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণের নিমিত্ত ‘কুইজ শুরু করুন’ কখন দেখা যাবে?
    উত্তরঃ কুইজ প্রতিযোগিতা যখন শুরু হবে অর্থাৎ ‘ক’ গ্রুপের ক্ষেত্রে- ০২ অক্টোবর ২০২৩ সন্ধ্যা ০৭:০০টায় লগইন করার পর দেখা যাবে। একইভাবে ‘খ’ গ্রুপের ক্ষেত্রে ০৩ অক্টোবর ২০২৩ সন্ধ্যা ০৭:০০টায় লগইন করার পর দেখা যাবে।
  • প্রশ্ন-৮। শেখ রাসেল কুইজ প্রতিযোগিতায় কয়টি প্রশ্ন থাকবে?
    উত্তরঃ উভয় গ্রুপে ১০০টি করে প্রশ্ন থাকবে।
  • প্রশ্ন-৯। কুইজ শুরু করার পর সময় গণনা কিভাবে শুরু হবে?
    উত্তরঃ ‘কুইজ শুরু করুন’ বাটনে ক্লিক করা মাত্রই সময় গণনা শুরু হয়ে যাবে।
  • প্রশ্ন-১০। সন্ধ্যা ৭টা থেকে রাত ৮টার মধ্যে যেকোনো সময় কি কুইজে প্রবেশ করা যাবে?
    উত্তরঃ হ্যাঁ। সন্ধ্যা ৭টা থেকে রাত ৮টার মধ্যে যেকোন সময় কুইজে অংশ নেওয়া যাবে।
  • প্রশ্ন-১১। কুইজের রেজাল্ট কোথায় পাওয়া যাবে?
    উত্তরঃ ১৮ অক্টোবর ২০২৩, শেখ রাসেল দিবস-এ বিজয়ীদের নাম ঘোষণা করা হবে এবং পরবর্তীতে sheikhrussel.gov.bd ওয়েবসাইট ও ICT Division, DoICT এবং Human Development Media এর ফেসবুক পেইজে শেয়ার করা হবে।
  • প্রশ্ন-১২। কুইজে একই পরিবারের একাধিক ব্যক্তি অংশ নিতে পারবে?
    উত্তরঃ নিবন্ধনের প্রেক্ষিতে সকলেই কুইজে অংশ নিতে পারবে।
  • প্রশ্ন-১৩। কুইজে কোন নেগেটিভ মার্ক রয়েছে কিনা?
    উত্তরঃ না।
  • প্রশ্ন-১৪। পরীক্ষার লিংক কি দুই গ্রুপের জন্য একই নাকি ভিন্ন ভিন্ন?
    উত্তরঃ একই।
  • প্রশ্ন-১৫। নিবন্ধনের সময় তথ্য ভুল থাকলে সংশোধনের প্রক্রিয়া কী?
    উত্তরঃ গ্রুপ, নিবন্ধনে ব্যবহৃত মোবাইল নাম্বার/ইমেইল ও জন্ম তারিখ সংশোধন করা যাবে না। বাকি সকল তথ্য প্রোফাইলে লগ ইন করে পরিবর্তন করা যাবে।
  • প্রশ্ন-১৬। লগইন পাসওয়ার্ড ভুলে গেলে করণীয় কী?
    উত্তরঃ পাসওয়ার্ড রিসেট পেজে গিয়ে রেজিস্ট্রেশন এর সময় ব্যবহৃত ইমেইল/মোবাইল নং এবং জন্মতারিখ প্রদান করে নতুন পাসওয়ার্ড সেট করে নিতে পারবেন।
  • প্রশ্ন-১৭। শেখ রাসেল অনলাইন কুইজ প্রতিযোগিতায় বিগত বছরের অংশগ্রহণকারী এ বছর অংশগ্রহণ করতে পারবে?
    উত্তরঃ হ্যাঁ। শেখ রাসেল অনলাইন কুইজ প্রতিযোগিতায় বিগত বছরের অংশগ্রহণকারী হিসেবে আপনার নিবন্ধন স্বয়ংক্রিয়ভাবে হালনাগাদ হয়েছে। পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রোফাইল আপডেট করুন: https://quiz.sheikhrussel.gov.bd/login